• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে ইশরাক হত্যায় আটক দুই বন্ধু রিমান্ডে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলে টেক্সটাইলের ছাত্র তানভীর মাহতাব ওরফে ইশরাককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তার দুই বন্ধুর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুপম কুমার দাস এ রিমান্ড মঞ্জুর করেন। এই দুই বন্ধুর নাম সিহাব ও সাব্বির। তাঁদের বাড়ি শহরের আশেকপুর এলাকায়।

তানভীর মাহতাব ছিলেন টাঙ্গাইল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির টেক্সটাইল বিভাগের ১ম বর্ষের ছাত্র। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। গত বুধবার বিকেল চারটার দিকে তাঁর লাশ ফেলে রেখে যাওয়া হয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

ওই দিন রাতেই সিহাব ও সাব্বির আটক হন। আজ সকালে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় তানভীরের বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে মামলা করে। মামলায় আসামির তালিকায় এ দুজনসহ চারজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার সঙ্গে কারা কারা জড়িত ছিল ইতিমধ্যে পুলিশ তা জানতে পেরেছে। মাদক সংক্রান্ত ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত তানভীর ও তাঁর বন্ধুরা নিয়মিত মাদক সেবন করত। সম্প্রতি মাদক সেবন ও বিক্রয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। তানভীর তাঁর এক বন্ধুকে মারধর করে। সেই প্রতিশোধ নিতেই তানভীরকে তাঁর বন্ধুরা কুপিয়ে হত্যা করে লাশ শহীদ স্মৃতি পৌর উদ্যানের পেছনের নজরুল সেনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে যায়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া জানান, ঘটনাস্থলের কাছে একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে তাদের পরিচয়ও পাওয়া গেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল