• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

জামালপুর সদর উপজেলায় শীলকুড়িয়া নয়াপাড়ায় ৩১ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক একজন মাদক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম শ্রীকৃষ্ণ রবিদাস (২২)। তিনি শীলকুড়িয়া নয়াপাড়ার নসিমন রবিদাসের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহমুদা বেগমের উপস্থিতিতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে শীলকুড়িয়া নয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সেখানে একটি মুদি দোকানের পাশে রাস্তায় প্রকাশ্যে দেশীয় তৈরি চোলায় মদ সেবন করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি ও বিক্রয়ের উদ্দেশ্যে মদ নিজ হেফাজতে রাখার অপরাধে শ্রীকৃষ্ণ রবিদাসকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তার কাছ থেকে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল