• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলের ৬৯৪টি মসজিদ পেল প্রধানমন্ত্রীর উপহার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ মে ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান প্রদানের অনুমোদন প্রদান করেন। টাঙ্গাইলে ঘাটাইলের ৬৯৪ টি মসজিদে সরকারি এই অনুদান প্রদান উপলক্ষে আজ শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। এসময় তিনি মসজিদের ইমাম ও পরিচালকদের হাতে এ অর্থ তুলে দেন।

 

সে সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম (লেবু), পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার প্রমুখ।

 

ঘাটাইল উপজেলার ৬৯৪ টি মসজিদে পাঁচ হাজার টাকা করে মোট ৩৪ লাখ ৭০ হাজার টাকার চেক আসে। যা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে মসজিদ কর্তৃপক্ষর কাছে বুঝিয়ে দিলো সরকার।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল