• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে ৫ ব্যবসায়ীকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দিশেহারা মানুষ, সারা বিশ্বে বেড়েই চলছে মৃত্যুর মিছিল। আর এই সময়ে টাঙ্গাইলের ঘাটাইলে অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে নিত্যপন্যের মূল্য। এমন অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার অন্জন কুমার সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আজ শুক্রবার (২০ মার্চ) ৫ ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

শুক্রবার ঘাটাইলের পৌরসভার বাজার ঘুরে দেখা গেছে দুদিন আগেও প্রতি ৫০ কেজি চালের বস্তা যেখানে ছিল চালের ধরন অনুযায়ী ১৬শ থেকে ১৭শ টাকা সেখানে একদিনের ব্যবধানে প্রতি বস্তায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নিচ্ছে। এদিকে পেঁয়াজের বাজারেও রয়েছে অস্থিরতা। ৩০ টাকার পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।


 
খবর পেয়ে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

করোনা আতংকে ক্রেতা সাধারণের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চালও পেয়াজের দাম বেশী নেয়ায় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতেও মূল্য তালিকা না থাকায় উপজেলা নির্বাহী অফিসার অন্জন কুমার সরকার ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, এখন থেকে প্রায়ই এ ধরণের অভিযান চলমান থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল