• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে কূপে পড়ে যাওয়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মে ২০২১  

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে কূপের মধ্যে পড়ে যাওয়া একটি বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শনিবার (৮ মে) দুপুরে বিড়ালটি উদ্ধার করে দেয় ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশন।

জানা যায়, শনিবার দুপুরে উপজেলার লোকেরপাড়া গ্রামে ছালাম তালুকদারের বাড়ীর একটি বিরাল মুরগির বাচ্চা ধরতে গিয়ে ৩০/৩৫ ফুট গভীর কূপে পড়ে যায়। শুষ্ক মৌসুমে কুয়ার পানি তলানিতে চলে যাওয়ায় বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও বিড়ালটিকে উদ্ধার করতে পারেননি। বাড়ির মালিক ও আশেপাশের লোকজন ঘন্টা খানেক চেষ্টা করে বিড়ালটি উদ্ধার করতে না পেরে ভূঞাপুর ফায়ার স্টেশনে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর একাব্বর আলীর নেতৃতে একটি দল সেখানে যেয়ে বিড়ালটি জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের গাড়ি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ও এলাকার লোকজন ভিড় করেন। পরে জানতে পারে কুপে পড়ে যাওয়া বিড়াল উদ্ধার করতে ফায়ার সার্ভিস এসেছে। সাদা ধবধবে বিড়ালটি উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল