• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে করোনা থেকে পরিত্রাণ পেতে দোয়া ও মিলাদ মাহফিল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জুন ২০২০  

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি ও দুর্যোগ থেকে পরিত্রাণে আল্লাহর রহমত কামনায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইধারচালা গ্রামে দোয়া, মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বাদ আছর মাইধারচালা জাকের পার্টির উদ্যোগে মাইধারচালা স্কুল মাঠে এ দোয়া,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন এসময় তিনি বলেন,করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই রোগ থেকে বাঁচতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে হবে।

 

আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি ও অনুগ্রহ ছাড়া আমাদের ওপর নেমে আসা এ প্রাদুর্ভাব থেকে পরিত্রাণ মিলবে না। 

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,৮নং ওয়ার্ডেওর ইউপি মেম্বার  মো.নুরুল সিকদার,আটো শ্রমিক ইউনিয়ন মাইধারচালা শাখার সভাপতি মো.নুরুল ইসলাম বিএসসি, বাজার সমিতির সভাপতি মো.গিয়াস উদ্দিন,প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আল আমিন, দিগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন,সমাজসেবক কারী মো.জুলহাস উদ্দিন, ৫নং দিগড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মো.আব্দুল লতিফসহ ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দরা। মিলাদ শেষে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি থেকে মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন ক¦ারী আজাহার । 

 

পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল