• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে অবৈধ কয়লা চুল্লি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ কয়লা চুল্লিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সে সময় অবৈধ ৪টি চুল্লি গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় অবৈধভাবে স্থাপিত কয়লার চুল্লিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন।

এতে ওই কয়লার চুল্লির মালিক লিটন ও বাবুল সাহাকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার।

ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, অবৈধ এ চুল্লিটি স্থাপনের জন্য জায়গা দিয়েছে লিটন নামে স্থানীয় ব্যাক্তি। অর্থ বিনিয়োগ করছে হামিদপুরের ব্যবসায়ি বাবুল সাহা। ফলে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সে সময় ৪টি চুল্লি গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল