• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ক্রীড়াবান্ধব সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব। এ সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার ক্রীড়াবান্ধব। বঙ্গবন্ধু নিজে ফুটবলার ছিলেন। তার ছেলেরা, এমন কী পুত্রবধূও খেলোয়াড় ছিলেন।
বুধবার বিকেলে জেলা সার্কিট হাউস সংলগ্ন নবনির্মিত মুন্সিগঞ্জ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মুন্সিগঞ্জ ইনডোর স্টেডিয়াম দিয়ে শুরু। দেশে আরো ২০ জেলায় ২০টি ইনডোর স্টেডিয়াম ও ২৫ জেলায় ২৫টি টেনিস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

তিনি আরো বলেন, শিগগিরই দেশের সব উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে। করোনার কারণে আমাদের ক্রীড়াঙ্গন থমকে গেছে। আমরা নতুন করে শুরু করছি। এরই মধ্যে আমরা যুব ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছি। ভবিষ্যতে আরো উন্নতি করব।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আক্তার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল করিম, মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

সভা শেষে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুনার্মেন্ট-২০২১ এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল