• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিয়াকৈরে করোনা ভাইরাস প্রতিরোধে বিডি ক্লিনের কর্মসূচি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি এড়াতে জনসমাগম ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর জন্য গাজীপুরের কালিয়াকৈরে জরুরি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এক মিটার দূরত্বে সাদা রং দিয়ে গোলাকার দাগ এঁকে দিচ্ছে সামাজিক সেচ্ছাসেবী  সংগঠন 'বিডি ক্লিনের' সদস্যরা। 

 

সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী কালিয়াকৈর বাজার ও সফিপুর বাজারে এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হ্যান্ড মাইক ব্যবহার করে লোকজনকে সচেতন করছে উক্ত কর্মীরা।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জয়ন্ত রায় প্রথম, ইশতিয়াক আহমেদ শিহাব, কাউসার মাহমুদ রবিন, নাবির আহমেদ, মেহেদী হাসান, নিরঞ্জন দত্ত নয়ন, আমিনুল ইসলাম প্রমুখ।

 

এ বিষয়ে সংগঠনটির সদস্য  জয়ন্ত রায় প্রথম জানান, জরুরি প্রয়োজনীয় ঔষধের ফার্মেসি, মুদি ও নিত্য প্রয়োজনীয় দোকানগুলোর সামনে ক্রেতাদের এক মিটার দূরত্ব রেখে দাঁড়ানোর জন্য সাদা রং দিয়ে  গোলাকার দাগ এঁকে দেওয়া হচ্ছে। ফলে প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা ক্রেতারা এঁকে দেওয়া দাগের মধ্য থেকে বিক্রেতার কাছ থেকে পণ্য কিনছেন। এতে করে সামাজিক দূরত্ব বজায় থাকায় ক্রেতা ও বিক্রেতারা সুরক্ষাবোধ করছেন। জনসচেতনতা সৃষ্টির জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য যে, বিডি ক্লিন নামের এ সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

 

তাদের মূল লক্ষ্য যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার মানসিকতা তৈরি করা। ফলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল