• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ৭ টি ড্রেজার মেশিন গুড়িয়ে দিলো প্রশাসন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মে ২০২১  

টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ টি ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার এলেঙ্গা পৌরসভার হাকিমপুর চর ভাবলা এলাকার লৌহজং নদীতে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

 
কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ (২৩ মে) এলেঙ্গা পৌরসভার হাকিমপুর চর ভাবলা এলাকার লৌহজং নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৭ টি ড্রেজার মেশিন ধ্বংস করে দেয়া হয়েছে। আশাকরি এ অভিযানের মধ্য দিয়ে এ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের নিয়ে যে অভিযোগ ছিল অশান্তি শৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি হয়েছিল তা সম্পূর্ণরূপে নিরসন হবে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল