• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

প্রথম বারের মতো ঐতিহাসিক ৭ই মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে যথাযথ মর্যাদায় বর্নাঢ্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বাঙ্গালী জাতির ইতিহাসে ৭ই মার্চ এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক দিন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে র‌্যালি, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য বিশ্লেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ভাষণের অনুকৃতি, আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী এবং ভার্চুয়ালি কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বি.কম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূঁইয়া, কালিহাতী থানার ওসি সওগাতুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন,
কালিহাতী পৌরসভার নব-নির্বাচিত মেয়র নুরুন্নবী সরকারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউটস, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল