• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতি পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিজয়ী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১  

পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার (১৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুইটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

গোপালপুর পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রকিবুল হক ছানা এবং কালিহাতী পৌরসভার মেয়র হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী সরকার। টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান রাতে এ ফলাফল ঘোষনা করেন।

তিনি জানান, কালিহাতী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নুরুন্নবী সরকার বেসরকারিভাবে ১১ হাজার ৩৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষ প্রার্থী আলী আকবর ৭ হাজার ৮৮ ভোট পেয়েছেন।
 
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রে সব সময়ই ছিল ভোটারদের দীর্ঘ সারি। 

টাঙ্গাইলের জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন,  সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করার লক্ষে গোপালপুর ও কালিহাতী পৌরসভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও বিজিবি’র ৫টি টহল টিম মোতায়েন করা হয়েছিলো।

উল্লেখ্য, টাঙ্গাইলের দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও ১৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৭৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ৬৯ হাজার ৩৯০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল