• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কাজিপুরের চরাঞ্চলে ঢাকা ফেরত আতঙ্ক!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের ৬ ইউনিয়নের মানুষ ঢাকা ফেরতদের নিয়ে চরম আতঙ্কে  রয়েছে।

গতকাল থেকে তারা ঢাকা থেকে আসা নিজেদের আত্মীয়-স্বজন আর অপরিচিতি লোকদের বেপরোয়া চলাচলে প্রচন্ড ভয়ের মধ্যে আছেন বলে একাধিক ব্যক্তি ফোন করে এ প্রতিনিধিকে জানিয়েছেন।

কাজিপুরের ১২ টি ইউনিয়নের ৬ টিই যমুনার চরাঞ্চল। ঢাকার বিভিন্ন তৈরি পোষাক কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে চরাঞ্চলের প্রায় ২০ হাজার মানুষ কর্মরত আছে। তারা সম্প্রতি ছুটি পেয়ে বাড়ি ফিরেছে। সরকারি নির্দেশ অনুযায়ী ঢাকা ফেরতদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু এই নিয়ম তারা মানছেন না। শুক্রবার গভীর রাত পর্যন্ত চরের রুঘুনাথপুর বাজার, নিশ্চিন্তপুর বাজার, জজিরা, নাটুয়ারপাড়া, কুমারিয়াবাড়ি বাজারের স্টলে তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া ঢাকা ফেরতরা মোটরবাইক ভাড়া করে আত্মীয়-স্বজনদের বাড়ি, হাট-বাজারে যাচ্ছেন। এতে করে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে স্থানীয়রা।

নিশ্চিন্তপুর ইউনিয়নের স্কুল শিক্ষক রেজাউল করিম জানান, ‘ঢাকা থেকে আসা লোকজনের চলাচলে আমরা শঙ্কিত। দীর্ঘ ছুটিতে তারা ঈদের আনন্দে  মেতেছেন। অথচ তারা যে করোনার জীবানু বহন করছে না, একথা বলা যাবে না। তা হলেতো আমরা সবাই আক্রান্ত হবো।’ তিনি আর জানান, থানা পুলিশকে ফোন করলেও পাওয়া যায় না।

মনসুর নগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক মিয়া জানান, ‘ রঘুনাথপুর বাজারে রাত অবধি ঢাকা ফেরতদের আনাগোনায় আমরা চরম করোনা ঝুঁকির মধ্যে রয়েছি। না নিষেধ করলে তারা শোনে না। ’
 চরাঞ্চলের অবস্থিত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক গৌতম চন্দ্র মালী জানান, ‘আমরা এলাকায় টহল দিচ্ছি। এখনও কুমারিয়াবাড়ি আছি। লোকজনকে চলাচলে নিষেধ করছি।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল