• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মী‌দের ১১০০০ পিপিই দিয়েছে এফআইসিসিআই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মে ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের জন্য ১১ হাজার উচ্চমানের পিপিই দিয়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

শ‌নিবার এক অনুষ্ঠানে এফআইসিসিআই সভাপতি রূপালী চৌধুরী স্বাস্থ্যসেবা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার কাছে  এ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীগুলো (পিপিই) হস্তান্তর করেন। 

 

জানা গেছে, ১১ হাজার পি‌পিই-এর মধ্যে এক হাজার পিপিই মেডিকেল গ্রেডের বিশেষীকরণ করে তৈরি করা এবং বাকি ১০ হাজার হাসপাতালের ফ্রন্টলাইনে যারা কাজ করছেন যেমন- চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্মীদের জন্য তৈরি করা হয়েছে।

 

অনুষ্ঠানে এফআইসিসিআই সভাপতি রূপালী চৌধুরী বলেন, মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্যসেবা অধিদফতর সংশ্লিষ্ট সব পেশাদার চিকিৎসা সেবকদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

 

এ সময় এফআইসিসিআইয়ের ইসি সদস্য শ্রীমতি শ্বেপা ভৌমিক এবং নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল