• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

উল্লাপাড়ায় বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০  

শুক্রবার উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের শামাইলদহ গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ। এই গ্রামের আমির হোসেনের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী আরিফা খাতুনের বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, ওই গ্রামে বাল্য বিয়ের খবরটি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাবার পর তিনি বাঙ্গালা ইউ.পি চেয়ারম্যান সোহেল রানার সঙ্গে যোগাযোগ করে স্থানীয় গ্রাম পুলিশদের সহযোগিতায় দুপুরে বিয়েটি বন্ধ করে দেন। আরিফা খাতুন ধরইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করতো। বিয়ে অনুষ্ঠান স্থলে মেয়ের বাবা ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিয়ে দিবেন না মর্মে একটি মুচলিকা প্রদান করেন ইউএনও কে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল