• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঈদ উপহার নিয়ে অন্ধকার রাতে বেদে পল্লীতে জেলা প্রশাসক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মে ২০২০  

চাঁদ রাতেই প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা এবং ঈদ উপহার সামগ্রী নিয়ে বেদে পল্লীতে হাজির হয়েছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। রবিবার (২৪ মে) অর্থাৎ ঈদের আগের দিন রাতে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় বেদে পল্লীর সদস্যদের মাঝে এসব ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক।

 

রবিবার (২৪ মে) রাতের আধাঁরে বেদে পল্লীতে এসব সহায়তা পৌঁছে দিয়ে এক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। ঈদের আগের রাতে ত্রাণ সহায়তা ও ঈদ উপহার পেয়ে অনেক খুশি হয়েছেন বেধে সদস্যরা। জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, ঈদ আনন্দ সবার মধ্যে ভাগ করে দেয়ার উদ্দেশ্য ত্রাণ ও ঈদ উপহার বেদে সদস্যদের মাঝে পৌঁছে দেয়া হয়। এতে বেদে পল্লীর সদস্যরা অনেক খুশি হন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল