• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এলো ১০৮ ট্রাক পেঁয়াজ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দিয়ে দেশে এসেছে ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষামাণ ১০৮ ট্রাক পেঁয়াজ।
শনিবার দুপুর থেকে আমদানি করা পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো প্রবেশ শুরু করে। 

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষামাণ ১০৮ ট্রাক পেঁয়াজ ছিল। বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি সাপেক্ষে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১০৮ ট্রাক পেঁয়াজ দেশে এসেছে।  

ভোমরা কাস্টমস শুল্ক স্টেশনের রেভিনিউ কর্মকর্তা বিকাশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল