• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মুন্সীগঞ্জের দুই উপজেলায় ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মে ২০২৪  

আগামী ২৯ মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা হতে ১১ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার যাচাই-বাছাই পর্ব শেষে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফরিদ আহমেদ। তৃতীয় ধাপে সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এরমধ্যে জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৬ জন। ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৮ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৫ জন। দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলা নির্বাচনে মোট ১৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এরমধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৩ জন। ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৫ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৪ জন। উল্লেখ্য, আগামী ২৯ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৬-৮ মে। আপিল নিষ্পত্তি হবে ৯-মে’র মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ মে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল