• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

‘সবাই চায় বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে’

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

গত বছরের সেপ্টেম্বরের নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো ‘দক্ষিণ এশিয়ার বিশ্বখ্যাত’ সাফ জিতে বাংলাদেশ নারী ফুটবল। নারীদের কাজ শেষ, এবার পুরুষদের পালা। একই মঞ্চে খেলবে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। সাফে ২০০৩ বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আর কোনো ট্রফি ঘরে তুলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার মতিঝিলে সাফের প্রস্তুতির বিষয়ে গণমাধ্যমকে জানাতে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি নই শুধু সবাই চায় বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে।’  
না সমালোচনায় জর্জরিত ফেডারেশন জামালদের জন্য চাপ তৈরি করে কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের অধিনায়ক বলেন, ‘চাপ তো মিডিয়ার’। মিডিয়া এবং সমর্থকরা আরও অনেকে অনেক বিষয় আলোচনা ও সমালোচনা করবে। আমরা ফুটবলাররা সেদিকে মনোযোগ দেই না। আমরা নিজেদের খেলাতেই মনোযোগ রাখি।’

২০১৩ সাল থেকে জামাল ভূঁইয়া জাতীয় দলে খেলছেন। এরপর সাফ ফুটবলে এখনও গ্রুপের গণ্ডি পার হতে পারেনি বাংলাদেশ। জামাল বাংলাদেশের অনেক বড় তারকা, কিন্তু এখনো দেশকে সাফের শ্রেষ্টত্বের মঞ্চে নিতে পারেননি। এই বিষয়ে তার মন্তব্য, ‘আমি নয় শুধু সবাই চায় বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে।’ 

সাফের মঞ্চে বাংলাদেশ সফল না হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘গত বছর আমরা শেষ মুহূর্তে বাদ পড়েছি। কিছু দিন আগে সহ-সভাপতি (কাজী নাবিল) বলেছেন শেষ মুহূর্তে স্টুপিড গোল হজমে আমরা হারছি। এটা সত্যি। দলে আমি ও সোহেল সবচেয়ে অভিজ্ঞ। গত সাফ এবং এই সাফের দল সমানই।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল