• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রথমবারের মতো ওয়েলসের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে দ. কোরিয়া

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

প্রথমবারের মতো ওয়েলসের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে সন হিউং মিনের দক্ষিন কোরিয়া। কার্ডিফে অনুষ্ঠিতব্য ম্যাচটি হবে দুই দেশের মধ্যে সিনিয়র পর্যায়ে সিনিয়র দলের  প্রথম ম্যাচ। আজ ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল এসোসিয়েশন। 
আগামী ৭ সেপ্টেম্বর কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চারদিন পর ইউরো ২০২৪ বছাইপর্বের ম্যাচে লাটভিয়ার মোকাবেলা করবে কোচ রব পেজের ওয়েলস। চলতি বছরের শুরুতে দক্ষিন কোরিয়ার কোচের দায়িত্ব নিয়েছেন জার্মান কিংবদন্তী জার্গেন ক্লিন্সম্যান। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটি খেলতে যাচ্ছে দক্ষিন কোরিয়া। আগামী বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। 
গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ওয়েলস। অপরদিকে আসরের শেষ ষোলর ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে ছিটকে যায় সনের নেতৃত্বাধীন দক্ষিন কোরিয়া। এরপরেই দলটির দায়িত্ব ছেড়ে দেন পুর্তগীজ কোচ পাওলো বেনটো। তার স্থানে  ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন ক্লিন্সম্যান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল