• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

এশিয়া কাপ খেলতে নেপালে যাচ্ছে বাংলাদেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ মে ২০২৩  

আগামী ২২-২৮ মে শুরু হবে এশিয়ান সেন্ট্রালজোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ। এবারের আসরটি অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুতে। আসরে বাংলাদেশ ছাড়াও খেলবে উজবেকিস্তান, শ্রীলংকা, ভারত, কিরগিজস্তান, মালদ্বীপ, কাজাকিস্তান এবং স্বাগতিক নেপাল। এই আসর উপলক্ষে শনিবার  (২০ মে) নেপালের উদ্দেশ্যে রওনা দিবে ১৮ সদস্যের বাংলাদেশ ভলিবল দল।  
দীর্ঘ দিন পর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে বিদেশে যাচ্ছে বাংলাদেশ ভলিবলের মেয়েরা। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ সদস্যের বাংলাদেশ দল মনোনীত করেছে ভলিবল ফেডারেশন। দলের সঙ্গে কোচ ও কর্মকর্তা মিলিয়ে যাচ্ছেন আরও ছয়জন। 


নেপালগামী দলের সদস্যরা হলেন- শাহিদা পারভীন, লাভনী খাতুন, সাবিনা খাতুন, আফসানা মীম মুন্নী, রুবিনা সুলতানা রানু, আজমীরা খাতুন, শম্পা আক্তার, টুম্পা আক্তার, মোসা. আশা, দিতি রানী সরকার ও তাকফিয়া আক্তার। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল