• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশের প্রথম নারী রেফারি সালমা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১  

দেশীয় ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার ইতিহাস গড়লেন সালমা আক্তার।

সোমবার কমলাপুরে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারার মধ্যকার ম্যাচে সহকারী রেফারির দায়িত্বে ছিলেন সালমা।মাঠের খেলার বাইরে সবার বাড়তি নজর ছিল সালমার দিকে। দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সালমাই যে প্রথম নারী রেফারি তা নিশ্চিত করেছেন ম্যাচটিতে ম্যাচ কমিশনারের দায়িত্বে থাকা ইব্রাহিম নেসার।


সাবেক এই ফিফা রেফারি বলেন, ‘ছেলেদের প্রিমিয়ার লিগের ম্যাচে আজই প্রথম কোনো নারী রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কখনো এমনটা হয়নি।’

২৩ বছর বয়সী সালমা এখন ফিফার সহকারী রেফারি হিসেবে আছেন। তার নাম এলিট রেফারি প্যানেলের জন্যও পাঠানো হয়েছে। ফিফা তাই সালমার ম্যাচ পরিচালনার ভিডিও চেয়েছিল। তবে বর্তমানে মেয়েদের কোনো খেলা না থাকায় ছেলেদের খেলাতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল