• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রৌমারীতে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ জুন ২০২২  

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের নদী ভাঙ্গন ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দিনব্যাপী বন্দবেড় ইউনিয়নের পশ্চিম ফলুয়ারচর, পালের চর, বাইসপাড়া, পাখিউড়াসহ কয়েকটি গ্রামে নদী ভাঙ্গনে ও বন্যাকবলিত পানিবন্দি ৪’শ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়। তবে পানিবন্দি পরিবারের সংখ্যা অনুযায়ী এই ত্রাণ খুবই অপ্রতুল। অন্যান্য এলাকায় দ্রæত ত্রাণ দেওয়া না হলে খাদ্য সংকটে পড়তে পারে ওইসব পরিবার।

ত্রাণ বিতরণের সময় উপন্থিত ছিলেন বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, ইউপি সদস্য কাজিম উদ্দিন, বিপ্লব হাসান, শফিকুল ইসলাম, আক্কাছ আলী, ছালিমা বেগম, ইউপি সচিব আমিনুল ইসলাম, হিসাব সহকারী নাজমুল হাসানসহ সাংবাদিকবৃন্দ।
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল