আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন।

প্রতিমন্ত্রী মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরস্থ রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, 'ইতিহাস বড়ই নির্মম।

মিথ্যা দিয়ে ইতিহাস রচনা করা যায় না এবং তা কখনো স্থায়ী হয় না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। অর্থনীতির এমন কোনো খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। '
কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ সকল খাতে উন্নয়নের ধারা বইছে উল্লেখ করে কে এম খালিদ বলেন, 'উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সংস্কৃতিকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। '

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এমনভাবে নির্মাণ করা উচিত যাতে এটি দেখে মনে হয় দ্বিতীয় শান্তিনিকেতন। পর্যাপ্ত জায়গা নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তুলতে হবে। যাতে ছাত্র-ছাত্রীরা প্রকৃতির মাঝে আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করতে পারে। '

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল