• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় আরো ১৫ জন কারাগারে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মে ২০২৪  

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সংশ্লিষ্টতার অভিযোগে করা মামলায় আরো ১৫ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়।

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিত্ সিংহ জানান, গত বুধবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন ওই ১৫ জনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বান্দরবান সদর থানায় জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হয়।

আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, গতকাল সকালে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রুয়াল থান লিয়ান বম, লাল জার ভাম বম, তনক্লিং বম, লাল নুন নোয়াম বম, লাল দাভিদ বম, চমলিয়ান বম, লাল পেক লিয়ান বম, ভান মুন নোয়াম বম, ভান বিয়াক লিয়ান বম, লাল লিয়ান সিয়াম বম, ভান নুয়াম থাং বম, ভান লাল থাং বম, টাইসন বম, ভান খলিয়ান বম এবং ভানলাল বয় বমকে বান্দরবান সদর থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে নিয়ে আসা হয়। আদালতে শুনানি শেষে ওই ১৫ জনকে বান্দরবান কারাগারে নিয়ে যাওয়া হয়।

রায়হান কাজেমী জানান, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও ‘কেএনএফ’ সংশ্লিষ্টতায় ১৫টি মামলা করা হয়েছে।

এসব মামলায় ২৪ জন নারী সদস্যসহ ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল