• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিএনপি ভোট ডাকাত : এস এম কামাল হোসেন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ নভেম্বর ২০২২  

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘আজকে ১/১১। মির্জা ফখরুলরা গণতন্ত্রের কথা বলেন। কেন ১/১১ সৃষ্টি হলো? এর জন্য আওয়ামী লীগ দায়ী, না বিএনপি? তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, তারেক রহমানের কারণে। তারা আজিজ মার্কা কমিশন করেছিলেন।

গণতন্ত্র হত্যার জন্য বিএনপি দায়ী। ফখরুলের নেতা তারেক রহমান দায়ী। ’
জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন ও ৩ নভেম্বর উপলক্ষে আজ বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিএনপি ভোট ডাকাতির কথা বলে। ভোট ডাকাত বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট করে ভোট ডাকাতি করেছেন। সেনা আইন ভঙ্গ করে রাষ্ট্রপতি হয়ে দল গঠন করেছেন। জনগণের তোপের মুখে পড়ে বারবার পদত্যাগ করেছেন। সেই দল বিএনপি। ’

আজকে বিএনপির জন্য আন্দোলন করেন? এমন প্রশ্ন রেখে এস এম কামাল হোসেন বলেন, ‘বিএনপির বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির সংবাদ সম্মেলনে বললেন, হাওয়া ভবনের কমিশনের কারণে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। কানসাটের বিদ্যুতের জন্য আন্দোলন করার কারণে মানুষকে হত্যা করেছিলেন। লজ্জা করে না? মানুষের এক কান কাটার মতো কথা বলেন, এবার দেশের মানুষ দুই কান কেটে দেবে। ’

স্বাধীনতার পর চারটি বড় সংকট হয়েছে উল্লেখ করে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘তার মধ্যে পঁচাত্তরের ১৫ আগস্ট, ১/১১, করোনা মহামারি এবং বর্তমানে যুদ্ধের কারণে সংকট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা বর্তমান সংকট কাটিয়ে উঠতে আওয়ামী লীগ সরকার কাজ করছে। ’

তিনি আরো বলেন, ‘বিএনপি ঘোষণা দিয়েছে ১০ ডিসেম্বরের পর নাকি বিএনপি দেশ পরিচালনা করবে। তারা তো নিজেরাই চলতে পারে না। দেশ চালাবে কিভাবে?  বিএনপি একটি ঝামেলা। ’

প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি বলেন, ‘৩ নভেম্বর জেলহত্যা শুধু হত্যাকাণ্ড নয়, এটা ছিল জাতির পিতার বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দেওয়া। জাতীয় চার নেতা জেলখানায় প্রাণ দিয়ে প্রমাণ করেছেন তারা ছিলেন জীবনে-মরণে বঙ্গবন্ধুর সহচর। ’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

এতে বক্তব্য দেন  সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারসহ আরো অনেকে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল