• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মে ২০২৪  

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধ, দখলদারির অবসান ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বিভিন্ন বামপন্থি ছাত্রসংগঠন। এদিন সকাল থেকে কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতা ব্যানারে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগানে মিছিলটি মুখর হয়ে ওঠে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাঁধা দেয় পুলিশ। একপর্যায়ে রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণির জামালপুর টুইন টাওয়ারের বিপরীতে রাস্তায় কর্মসূচি পালন করেন তারা। একপাশের সড়ক অবরোধ করে মিছিল-সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কের এক পাশে যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। দুপুর একটায় সমাবেশ শেষ হলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভকারীরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা ইসরাইলের গণহত্যায় মদদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে সারা বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে অগ্রসর হতে থাকে ছাত্র-জনতা। এতে রাস্তায় যানজট সৃষ্টি হলে কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পরে ছাত্র-জনতা উত্তর বাড্ডার প্রগতি সরণির জামালপুর টুইন টাওয়ারের বিপরীতে রাস্তায় সমাবেশ করেন। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চলছে, তা চলতে দেওয়া হলে পুরো মানবসভ্যতা ধূলিসাৎ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রকে বলতে চাই, ইসরাইলকে গণহত্যার জন্য সহায়তা বন্ধ করুন। ফিলিস্তিনকে মুক্ত করুন। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যেই সারা পৃথিবীতে গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতির দাবি উঠেছে। কিন্তু কাউকে পরোয়া না করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। আর যুক্তরাষ্ট্রও রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে প্রত্যক্ষভাবে এই গণহত্যার অংশীদার হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি ও ইসরাইলকে আর্থিক-সামরিক সহায়তা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ চলছে। সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান সংগীতশিল্পী সায়ান, গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার, ছাত্রলীগ জেএসডির সভাপতি তৌফিকুজ্জামান, বাসদ মার্কসবাদীর কেন্দ্রীয় সদস্য জয়দেব ভট্টাচার্যসহ বামপন্থি বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল