• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রণব বড়ুয়ার পরলোকগমন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পিনাকীসহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের জন্মদিনে মেয়র তাপসের শ্রদ্ধা পরবর্তী সার্ভে ও সেটেলম্যান্ট অপারেশনে দিনাজপুর জোনকে অগ্রাধিকার কোরবানির ঈদে গরু আমদানির কোন পরিকল্পনা সরকারের নেই : প্রাণিসম্পদ আইনগত সহায়তা পাওয়া দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার : আইনমন্ত্রী শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের প্রাণহানি বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত শহীদ শেখ জামালের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা

মির্জাপুরে নৌকা ডুবিতে ৩ বরযাত্রীর মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩  

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবিতে তিন বর যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৭ জুলাই) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া বিলে এই দুর্ঘটনা ঘটে।
তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বরের বড় ভাই উপজেলার মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে রিপন (৪০), বরের ভাতিজী একই গ্রামের কহিনুরের শিশু কন্যা স্নেহা (৮) এবং হাড়িয়া গ্রামের সেলিমের ছেলে আসিফ (২০)।
জানা গেছে, বৃহস্পতিবার ছিল তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপার সাথে মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে টুটুল চৌধুরীর বিয়ের দিন। দুপুরে মাইক্রোবাস যোগে বরযাত্রী কনের বাড়িতে পৌছে। দুপুরের খাবার শেষে বিকেলে বরের বাড়ীর কয়েকজন সদস্য তরফপুর থেকে নৌকা যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সামনেই একটি বিশালাকার সাপ দেখে মহিলারা চিৎকার করতে থাকলে হুরুহুরি লেগে নৌকা ডুবে যায়। এই ঘটনায় বরের বড় ভাই, চাচাতো ভাইয়ের মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।ঘটনার পর কনেকে রেখেই বরযাত্রী বাড়ি ফিরে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, বিষয়টি জেনেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ডুবুরি দল যেতে পারেনি। শুক্রবার সকালে তারা ঘটনাস্থলে কাজ করবেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল