• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩  

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর সবুজ সংঘের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবারে উপজেলার মামুদনগর এলাকায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইট লিমিটেডের পরিচালক, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রেজা-ই রাকিব।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, রবিউল ইসলাম সম্রাট সহ-সভাপতি টাঙ্গাইল জেলা শ্রমিক লীগ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৩০ লক্ষ মানুষের রক্ত, কয়েক লক্ষ মা বোনের সম্ভ্রম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। সেই বঙ্গবন্ধুর যোগ্যত্মৎসরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার সারা দেশব্যাপী ব্যাপক দৃশ্যমান উন্নয়ন ত্বরান্বিত করেছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সমাগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরপুর-দেলদুয়ার থেকে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে, এরই ধারাবাহিকতায় জননেত্রীর মিশন ভীষণ ২০৪১ সফল হবে ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অতএব আসুন আমরা ব্যক্তি স্বার্থে নয় বরং জনস্বার্থে ভোট যুদ্ধে নৌকা কে বিজয়ী করি।

এই আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আনোয়ার পাশা, সভাপতি ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও মামুদনগর সবুজ সংঘ। সঞ্চালনায় ছিলেন সাগর শিকদার, সাধারণ সম্পাদক মামুদনগর সবুজ সংঘ।

এই আলোচনা সভায় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল