• বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৫ রবিউস সানি ১৪৪৬

ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪  

ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের সভাপতিত্বে ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিব হত্যার প্রতিবাদে বিএনপির সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ শহরস্থ পায়রা চত্বরে এ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তারেক রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ স্থানীয় বিএনপির নেতারা।