• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান দুই ব্যবসা প্রতিষ্ঠানে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জুন ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ জুন) সকাল ১১ টায় কালিহাতী হাসপাতাল রোডে (বগা রোড) প্রচুর মূল্য বিহীন বিদেশী কসমেটিকস রাখায় নিলয় কসমেটিকসকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস রাখায় মুন কসমেটিকসকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করে আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে হ্যান্ড মাইকের সাহায্যে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশ টাঙ্গাইল। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল