• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে মহাসড়কে যাত্রীবেশে ডাকাতি : চালকসহ আটক ৩

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ জুন ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতিতে যাত্রীবাহী বাসে ডাকাতি করে পালানোর সময় বাস চালকসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুশফিক ও এটিএসআই জাহাঙ্গীর আলমের সহযোগীতায় ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ময়মনসিংহ লিং রোড এলেঙ্গা রাজাবাড়ি থেকে তাদের আটক করা হয়েছে বলে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানিয়েছেন। 
আটককৃতরা হলো ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মান্নানের ছেলে বাস চালক রুহুল আমিন (৩০), টাঙ্গাইলের মির্জাপুর মিঞ্জু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২), জামালপুরের সাজ্জাদ হোসেনের ছেলে সোহান আহম্মেদ (৩০)। 
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী এস.এস ট্রাভেলস্ যাত্রীবাহী বাসে চন্দ্রা থেকে কয়েকজন গরুর বেপারী উঠেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। পথিমধ্যে মির্জাপুর রেলক্রসিং পার হলে বাসে থাকা ডাকাত দলের সদস্যরা গরুর বেপারীদের মারধর করে তাদের কাছে থাকা টাকা পয়সা লুট করে  বাস থেকে নামিয়ে দেন। পরে তারা জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ জানালে কন্ট্রোল রুম থেকে বাসে ডাকাতির বিষয়ে আমাদের মেসেজ করলে বিকাল পাঁচটার দিকে ময়মনসিংহ লিং রোড এলেঙ্গা রাজাবাড়ি ক্রস করার সময় ওই  বাসটি গতিরোধ করা হয়। এ সময় পালিয়ে যাওয়ার সময় পুলিশ দৌড়ে ৩ জনকে আটক করেছে।  
কালিহাতি থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ডাকাতেরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ওই তিনজনকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল