• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ৫

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ জুন ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতীতে ১ মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেনের নেতৃত্বে কালিহাতী থানা পাড়া এলাকায় রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানকালে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন রাজ্জাক নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছর ও ৪ জন মাদক সেবনকারীকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কালিহাতী থানা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আ. রাজ্জাক (৩৫), ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ফরহাদ (৪৫), একই উপজেলার গান্ধী গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে মো. মোশারফ হোসেন (৪০), কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের হানিফ উদ্দিনের ছেলে বেল্লাল হোসেন (৩৫) ও একই গ্রামের মো. আব্দুল বাছেদের ছেলে মো. আলমগীর হোসেন (৩২)।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল