• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে যারা?

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

মিনিষ্টার আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে টাঙ্গাইল জেলা ও কিশোরগঞ্জ জেলা। ১ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
বুধবার (৩১ মে) সকালে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুইদিনব্যাপী খেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ওলিউজ্জামান।
এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সাবেক ভলিবল খেলোয়াড় পিযুয কান্তি সাহা, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুননাহার ঝিলু।
জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-কমিটির সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ভলিবল উপ-কমিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম।
দিনের প্রথম খেলায় টাঙ্গাইল জেলা ভলিবল দল ২-০ সেটে মানিকগঞ্জকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় কিশোরগঞ্জ জেলা ২-০ সেটে ময়মনসিংহকে পরাজিত করে। দিনের তৃতীয় খেলায় কিশোরগঞ্জ জেলা ২-১ সেটে মানিকগঞ্জ জেলা পরাজিত করে এবং দিনের শেষ খেলায় টাঙ্গাইল জেলা ময়মনসিংহ জেলাকে ২-০ সেটে পরাজিত করে ফাইনালে উঠে।
১ জুন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
আজকের খেলায় আম্পায়ার ছিলেন আন্তজার্তিক ভলিবল রেফারী শেখ রাসেল হাসান। স্কোরার ছিলেন সোহরাব হোসেন, সহকারী স্কোরার মোজাম্মেল হক, সহকারী রেফারী ছিলেন সাখাওয়াত হোসেন, জামিলুর রহমান ও মমিরুল ইসলাম।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল