• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল ক্যাম্প

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী থানায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকালে কালিহাতী থানা চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের উদ্যোগে পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষার জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে উচ্চ রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে রিপোর্ট ও সেবা প্রদান করেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হাসান সাফী। এসময় তিনি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং ডায়াবেটিস সহ চলমান সময়ের জনস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, পুলিশ সবসময় মানুষকে সেবা দিয়ে থাকে। কাজের ব্যস্ততায় আমরা স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন থাকি। আমাদের সকল পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষার প্রয়োজনে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এখন থেকে অন্তত প্রতি ৬ মাস পর পর মেডিকেল ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যাতে করে আমরা সকল সদস্যগণ সুস্থ্য থেকে থানা এলাকার সাধারণ মানুষকে তৎপরতার সাথে আইনি সেবা প্রদান করতে পারি।
এসময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমানসহ মেডিকেল ক্যাম্পে সেবাদানকারী সকলকে কালিহাতী থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল