• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ মে ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামে উচ্চ ও জেলা আদালতের নির্দেশনা অমান্য করে ফসলি জমির মাটি কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুর্শাবেনু ঈদগাঁ মাঠ সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোহালিয়াবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা আক্তার পলি, কুর্শাবেনু জামে মসজিদের সভাপতি আবু বকর সিদ্দিক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিন্টু মিয়া, স্থানীয় সার্ভেয়ার আমিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আদালতের সুস্পষ্ট আদেশ থাকার পরও পাশের সরাতৈল গ্রামের জহুরুল ইসলাম তার বাহামভুক্ত লোকজন নিয়ে তাদের পৈত্রিক ফসলি জমির মাটি কেটে ড্রামট্রাকে করে বিক্রি করছেন। প্রতিবাদ করতে যাওয়ায় তাদেরকে মেরে ফেলার হুমকি দেন। বক্তারা আদালতের আদেশ অমান্য করে ওই এলাকার ফসলি জমি কেটে বিক্রিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, কুর্শাবেনু গ্রামের মো. কামরুজ্জামানের (কামরুল) দায়েরকৃত রিটপিটিশনের আলোকে হাইকোর্টের আদেশে কুর্শাবেনু ও কদিমহামজানী মৌজার মাটি-বালু উত্তোলন না করার স্পষ্ট নির্দেশনা রয়েছে। এছাড়া ওই গ্রামের আবু বকর সিদ্দিক ও আব্দুল বারী এই দুই ব্যক্তির দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারায় নির্দেশনা জারি করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল