• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

টাঙ্গাইলে ৮ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

টাঙ্গাইল সদর থানার  কাগমারা  ক্লাব রোড সংলগ্ন এলাকা হতে আট হাজার টাকার জাল নোট ও ধারালো ছুরিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

তিনি জেলার সদর থানার বড় আকুর টাকুর পাড়ার মোঃ জয়নার আবেদীনের ছেলে মোঃ আলহাজ আকন্দ (২৪)।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল-১১ডিউটি করা কালীন সময়ে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি রোদকল্পেবিশেষ অভিযানকালীন সময়ে জেলার সদর থানার বড় আকুর টাকুর পাড়ার মোঃ জয়নার আবেদীনের ছেলে মোঃ আলহাজ আকন্দ (২৪) কে কাগমারা ক্লাব রোড সংলগ্ন এলাকা হতে আট হাজার টাকার জাল নোট ও ধারালো ছুরি সহ গ্রেপ্তার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া পিপিএম এর নির্দেশে উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার কৃত মোঃ আলহাজ আকন্দের সুনিদিষ্ট কোন পেশা নাই। ডাকাতি ও ছিনতাই করিয়া জীবিকা নির্বাহ করিয়া থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ক- এর (খ)ধারায় অপরাধ করায় (মামলা নং ২৫) ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫- ক এর (খ) মামলা রুজু করা হইয়াছে।গ্রেফতারকৃত আসামীকে ০৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে ০৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল