• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে আলীয়া মাদ্রাসা সাব পোস্ট অফিস পুনরায় চালুর দাবি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

টাঙ্গাইল শহরের আলীয়া মাদ্রাসার সাব পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় লোকজন। ফলে অফিসাল ও ব্যক্তিগত চিঠি আদান প্রদানে কয়েক দিন বেশি সময় লাগছে। আবার কেউ কেউ চিঠি না পাওয়ার অভিযোগও করেছেন। তাই এই দুর্ভোগ লাঘবে মাদ্রাসার আশে পাশে সাব পোস্ট অফিসটি পুনরায় চালুর দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী জানান, স্বাধীনতার পূর্বে থেকে স্থানীয়দের সুবিধার্থে ও টাঙ্গাইল প্রধান ডাকঘরের চাপ কমাতে শহরের আলীয়া মাদ্রাসার ভবণে সাব পোস্ট অফিসের কার্যক্রম চালু করা হয়। সেই পাকিস্তান আমল থেকে শুরু করে বর্তমান ডিজিটাল যুগেও সাব পোস্ট অফিসের কদর ছিলো।
আধুনিক সময়েও এখান থেকে সুবিধা ভোগ করে আসছিলো সর্বস্তরের জনগন। মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য গত ১ অক্টোবর থেকে সাব পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ফলে সাব পোস্ট অফিসে কর্মরতদের মধ্যে কেউ কেউ কর্মহীন হয়ে পড়েছেন। আবার গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। একটি চিঠি বা সরকারি কোন কাগজপত্র পেতে কয়েক দিন বেশি সময় লাগছে।
সজল হোসেন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ছয় মাস আগেও আমার সরকারি চাকুরি ইন্টারভিও এর কাগজ এই সাব পোস্ট অফিসের মাধ্যমে হাতে পেয়েছিলাম। কিন্তু এই পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ হওয়ায় এখন আর সেই সুবিধা আমরা পাচ্ছি না। ডিজিটাল যুগেও অনেক কাগজ পত্র পোস্ট অফিসের মাধ্যমে আদান প্রদান করতে হয়। এই মাদ্রাসা এলাকার যে কোন স্থানে সাব পোস্ট অফিসটি পুনরায় চালুর জোর দাবি জানাচ্ছি।
স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান আলীম বলেন, জনসাধারণের সুবিধার্থে মাদ্রাসা এলাকায় সাব পোস্ট অফিসের কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল