• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কুকি চিন সন্ত্রাসী দমনে নিরীহ অধিবাসী যেন হেনস্তার স্বীকার না হয়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

পার্বত্য চট্রগ্রামে কুকি চিন সন্ত্রাসীদের দমনে কোন নিরীহ অধিবাসী যেন হেনস্তার স্বীকার না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠকে আজ এ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ, এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও সুদত্ত চাকমা বৈঠকে অংশগ্রহণ করেন। আহ্বায়কের বিশেষ আমন্ত্রণে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা উপস্থিত ছিলেন। বৈঠকে তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরিত বিভাগ বা দপ্তর বিষয়সমূহের সমস্যা ও করণীয় নিয়ে আলোচনার জন্য পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি পুনর্গঠন করা হয়। বৈঠকে ভূমি সচিব ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিধিমালা প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে কমিটিকে অবহিত করেন এবং পার্বত্য অঞ্চলে ডিজিটাল ভূমি জরিপ ব্যবস্থা কার্যক্রম শুরুর প্রস্তাব করেন। পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের শূন্য পদে ওই অঞ্চলের স্থায়ী অধিবাসী যারা বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত আছেন এমন কর্মকর্তাদেরকে প্রেষণে পদায়নের কাজ অব্যাহত রাখার বিষয়ে সুপারিশ করা হয়। বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রীসভায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে এবং কমিটির নতুন সদস্য সুদত্ত চাকমাকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। ভূমি মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল