• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আরিফুল ও লৌহজং উপজেলায় শোয়েব চেয়ারম্যান বগুড়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত রাজু, বিপ্লব ও সুরুজ রাষ্ট্রপতি আগামীকাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দিবেন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছায়েদুল ও আখাউড়ায় মনির জয়ী আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম সভা অনুষ্ঠিত ইতালিতে বৈধভাবে দক্ষ জনবল প্রেরণ করা হবে ফকিরহাটে বাবু, চিতলমারীতে আলমগীর ও মোল্লাহাটে শাহিনুল চেয়ারম্যান কালকিনি উপজেলায় তৌফিকুজ্জামান শাহীন চেয়ারম্যান নির্বাচিত গত ৫০ বছরে বাংলাদেশে চালের উৎপাদন চার গুণেরও বেশি বেড়েছে সাংঘর্ষিক ও নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেতো

জামালপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

জামালপুরের মেলান্দহে স্ত্রী হত্যায় স্বামী মিনাল হক (৫২)কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। 

৩০ এপ্রিল  জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. এহসানুল হক এই দন্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মিনাল হক  মেলান্দহ উপজেলার কলাবাঁধা (গোকুলেপাড়া) গ্রামের আবুল হকের ছেলে।

মামলা ও আদালত সূত্র জানায়, প্রায় ২৪ বছর আগে মিনাল হকের সাথে একই উপজেলার বীর হাতিজা গ্রামের ময়না শেখের মেয়ে মিনা বেগমের বিয়ে হয়।  মিনাল তার স্ত্রী মিনা বেগমকে তালাক প্রদান করে। পরে গ্রাম্য সালিশ-বৈঠকে তাদের মধ্যে পূণ: বিয়ে হবার পর ঢাকায় গার্মেন্টসে চাকরি নেয়। কিছুদিন পর্ মিনাল আরেক মেয়েকে বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

 ২০১৭ সালের ৩১ আগস্ট মিনাল হক সস্ত্রীক ঈদুল আজহার ছুটিতে আসার পর হত্যার পর লাশ পুকুরে ফেলে রাখে।  দুইদিন পর ৩ সেপ্টেম্বর ২০১৭ কলাবাঁধা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপার্শ্বের পুকুরে ছালার মধ্যে বাঁধা অবস্থায় মিনা বেগমের লাশ পাওয়া যায়। এলাকাবাসী মিনাল হককে বেঁধে  পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের হয়।
আদালতে মামলার সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে মিনাল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নির্মল কান্তি ভদ্র।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল