আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

মির্জাপুর সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২  

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষক এবং অভিভাবকবৃন্দের সম্মিলিত ইতিবাচক প্রচেষ্টায় গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামীর সুন্দর সমৃদ্ধ, আলোকিত দেশ গড়ার কারিগর” এই প্রতিপাদ্যে মঙ্গলবার দুপুরে কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমীনা জাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, ইংরেজী বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান পারভেজ সাজ্জাত খান, অর্থনীতি বিভাগের প্রভাষক নিলুফা ইয়াসমিন, সমাজ কর্ম বিভাগের প্রভাষক মদিনা খানম, অভিভাবক আবু রায়হান সিদ্দিকী, শিক্ষার্থী জায়মা আক্তার প্রমুখ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমীনা জাহান বলেন, ভাল ফলাফল করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কক্ষে উপস্থিতির পাশাপাশি অতিরিক্ত ক্লাসে হাজির থাকতে হবে। এছাড়া অভিভাবকরা শিক্ষার্থীদের বাড়ির পড়ালেখার বিষয়ে যত্নবান হবেন। সভায় প্রায় সাড়ে তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল