• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে বিএনপির ১০ নেতাকর্মী রিমান্ডে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

টাঙ্গাইলের ঘাটাইল থেকে গ্রেফতারকৃত বিএনপির ১০ জন নেতাকর্মীকে দু‘দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার দুপুরে ঘাটাইলের কাশতলা ঈদগা মাঠে দিগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।


রিমান্ডপ্রাপ্তরা হলেন ফারুক হোসেন, নজরুল ইসলাম, হোসেন আলী, মো: লিটন, আজহার আলী, মাসুদুর রহমান খান, বদিউজ্জামান স্বাধীন, আব্দুস সামাদ, বশির আহম্মেদ ও আলহফাজ উদ্দিন রঞ্জু।


টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ জানান, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার করে বুধবার বিকেলে তাদের কোর্টে আনা হয়। তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে দু‘দিনের রিমান্ড দেন।


উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের তিনজন আইনজীবীসহ বিএনপির ১২ জন নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করে কোর্টে চালান দিলে তাদের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল