• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দ্রুত গতিতে চলছে টাঙ্গাইল-আয়নাপুর সড়কের কাজ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২  

দ্রুত গতিতে এগিয়ে চলছে টাঙ্গাইল-আয়নাপুর সড়কের সংস্কার কাজ। এতে সুবিধা পেতে শুরু করছে এই সড়ক ব্যবহারকারীরা। সড়কটির কাজ পুরোপুরি শেষ হলে স্বস্তিতে গন্তব্যে পৌঁছানো যাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

টাঙ্গাইল এলজিইডি সূত্র জানায়, সেকেন্ড রুবাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আরটিআইপি-২) আওতায় টাঙ্গাইল এলজিইডি মোড় থেকে আয়নাপুর পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।


১০ কোটি ৯ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে এই সংস্কার কাজের দায়িত্ব দেওয়া হয় আর এস-সুমন জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। গত বছরের ২১ জুলাই থেকে শুরু হওয়া কাজটি গত ২০ অক্টোবর শেষ হওয়ার কথা ছিলো। কাজ শেষ না হওয়ায় ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে এলজিইডি।


সরেজমিন গিয়ে দেখা যায়, বৈল্লা, মাগুরাটা, সদুল্লাহপুর ও ছোট বাসালিয়া এলাকায় শ্রমিকরা কাজ করছেন। কেউ ইটের কাজ করছেন, আবার কেউ সড়কের উপর থেকে ময়লা পরিস্কার করছেন। গাড়ির মাধ্যমে সড়কটির কার্পেটিং করা হচ্ছে।


গালা গ্রামের আকবর শেখ বলেন, ’১৫ দিন ধরে কাজ চলছে। আমাদের বাড়ির পাশে দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। যে অংশের কাজ শেষ হয়েছে সে অংশটুকু নতুন রাস্তার মতো মনে হচ্ছে। স্বস্তিতে চলাচল করতে পারছি।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস বলেন, ‘পুরোদমে কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে।’

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঠিকাদার কাজ শুরু করায় দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। আশা করি নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। অনেক অংশে কার্পেটিং শেষ হয়েছে। ফলে স্বস্তি পেতে শুরু করেছেন এই সড়কে চলাচলকারীরা।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল