• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নিহত শ্রমিক পরিবারকে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২  

টাঙ্গাইলের গোপালপুরে অটোরাইস মিলের হুপার ভেঙ্গে ৩ শ্রমিক নিহতের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফন কাজের জন্য নিহত প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

নিহতারা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও গোবিন্দপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)। নিহতরা সবাই ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

(৫ সেপ্টেম্বর ) সকালে গোপালপুর থানা প্রাঙ্গণ নিহতের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. সোহেল রানা, ওসি মো. মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক প্রমুখ।

অপরদিকে মিল মালিকের পক্ষ থেকে প্রতি পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল