• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুলাই ২০২২  

সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং মাধ্যমিক শিক্ষাকে জাতীয়কণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল জেলা শাখা। শনিবার ২ জুলাই দুপুরে শহরের শহীদ মিনারের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, সম্পাদক মীর নুরুজ্জামান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী প্রমূখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দিয়ে কলেজ প্রাঙ্গনে ঘুরানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক। অন্যথায় ঈদুল আযহার পর কঠিন আন্দোলেনর হুশিয়ারী প্রদান করেন তারা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল