• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আইটি পার্ক স্থানান্তরের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

আইটি পার্ক স্থানান্তরের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১২টায় ঘাটাইলে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে ঘাটাইল পৌর শহরের প্রধান সড়কের থানা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইটি পার্ক রক্ষা কমিটির আয়োজন ও ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. মতিয়ার রহমান মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ ও ঘাটাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, আনেহলা ইউপি‘র বর্তমান চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পি, কমিটির সদস্য সচিব সাংবাদিক আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ঘাটাইলের জন্য বরাদ্ধকৃত আইটি পার্ক এন্ড ইউকিউবেশন সেন্টারটি প্রভাবশালী মন্ত্রীর হস্তক্ষেপে মধুপুরে স্থানান্তর করার অশুভ চক্রান্ত করা হচ্ছে। এর ফলে ঘাটাইলের প্রতিবাদী সর্বস্তরের মানুষের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এতে বিক্ষুব্ধ ঘাটাইলবাসি আইটি পার্কটি ঘাটাইলে স্থাপন করার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করে।

পরে প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি স্মারকলিপি ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল