• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ১৪ লাখ টাকা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ মে ২০২২  

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পাল্লা দিয়ে ছুটতে ঈদে ঘরমুখো উত্তর ও দক্ষিণ বঙ্গের দূরপাল্লার যানবাহন। এতে করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
 
ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গেল ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৫৭ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব কর্তৃপক্ষ জানায়, শনিবার (৩০ এপ্রিল) সকাল ৬ টা থেকে রবিবার (১ মে) সকাল ৬ টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ ও মিনিট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল পারাপার হয়েছে।
 
তারমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৯৬৮ টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা এবং সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ২৫৪ টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।
 
রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।
 
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, রবিবার ভোর থেকেই যানজট সৃষ্টি হয়েছে। তবে, থেমে থেমে যানবাহন চলাচল করছে মহাসড়কে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীর গতি থাকবে না। স্বাভাবিক গতিতে যানবাহন চলবে।

তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপ কমাতে সেতুর পূর্ব ও পশ্চিমে ৯টি করে মোট ১৮ টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। মহাসসড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে সেতু কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গেল ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮ টি যানবাহন পারাপার হয়। যা এ যাবতকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল