• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে ১০ বছর ধরে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা সেবা প্রদান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২২  

১০ বছর ধরে বিনা পয়সায় সুবিধাবঞ্চিত ও অসহায়-দরিদ্র মানুষদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে আসছে টাঙ্গাইলের গোপালপুরে ‘রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজ’ নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ মার্চ) দিনব্যাপী উপজেলার খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজ মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করেন সংগঠনটি।

যাদের অপারেশন করা প্রয়োজন তাদের সমস্যাটি শনাক্ত করে ঢাকায় বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে অপারেশন করানো, রোগীদের যাতায়াত ও থাকা-খাওয়া ঔষধসহ যাবতীয় খচর বহন করে সংগঠন।

বিনা পয়সায় চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় জমিলা বেগম ও আবু বকর সিদ্দিক বলেন, তারা প্রতিবছরই টাকা ছাড়া অসংখ্য মানুষকে ভাল চিকিৎসা দেন। চোখে সমস্যা হচ্ছে। তাই এবার আমরা চিকিৎসা নিতে এসেছি।
 
সংগঠনটির সভাপতি ও খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা খন্দকার আজিজুল হক বলেন, ২০১৮ সাল পর্যন্ত ব্যক্তি উদ্যােগে বিগত ১০ বছর ধরে গ্রামের অসহায় মানুষদেরকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে। কার্যক্রম চলমান থাকবে।
 
চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের সাবেক সভাপতি রোটারিয়ান ফশিউর রহমান, প্রকল্প পরিচালক ড. জাফরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও প্রিন্সিপাল নাজিম উদ্দিন ও সদস্য অধ্যক্ষ ফরিদ আহমেদ প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল