• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা চাল উদ্ধার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মার্চ ২০২২  

টাঙ্গাইলের গোপালপুরে পৃথক দুই দোকানের গোডাউনে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গরীবের দশ টাকা কেজি দরে ১০২ বস্তা চাল উদ্ধার করেছে গোপালুপর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার হেমনগর বাজার দুইটি দোকানের গোডাউনে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন। অভিযানকালে বাজার সমিতির সভাপতি মৃত আব্দুল হামিদের ছেলে হুমায়ুনের গোডাউন থেকে ৭৪ বস্তা চাউল ও হায়দার আলীর ছেলে মোশারফ হোসেন গোডাউন থেকে ২৮ বস্তা চালসহ মোট ১০২ বস্তা চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকান অভিযান চালিয়ে ১০২ বস্তা চাল উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযান বিষয়ে জানতে পেরে অসাধু চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চালের বস্তাগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল