• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২  

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একুশের প্রথম প্রহরে গোপালপুর সরকারি কলেজে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সংসদ সদস্য ছোট মনির, উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার, ইউএনও পারভেজ মল্লিক, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, পৌরমেয়র রকিবুল হক ছানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মীর রেজাউল হক, ওসি মোশারফ হোসেন ও আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমূখ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছোট মনির। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আলমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমূখ। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার ভিবিন্নস্তরের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল